Sesh Kanna






Song : Sesh Kanna
Singer : Piran khan ft. Tanveer evan & Benazir



সবকিছু বদলে গেলো এক রাতের নিমিষে,
তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে?
আজ তোমায় হারিয়ে আজ একা এই রাতে,
ভাবনাতে তোমাকে খুজেছি কি তবে?
ভাবি তুমি আসবে ফিরে,
ধরবে হাতগুলো,
বলবে তুমি কেদোনা,
ফিরে এসেছি এই দেখো।



আর বলবে কেদোনা তুমি,
এবারই তো শেষ কান্না,
বসে আছি আমি তোমার জন্যে.....
আসোনা, ফিরে আসোনা, আসোনা, ফিরে আসোনা।।
ফিরে এসেছি, ভালোবেসে,
তোমায় আমি প্রতিটিবার,
সব ব্যাথা ভুলে, সব কষ্ট ফেলে,
এসেছি আজি আমি তোমার কাছে,
তবু তুমি নেই আজ আমার পাশে,
হারিয়ে গেছো তুমি বহুদুরে।
ভাবি তুমি আসবে ফিরে,
ধরবে হাতগুলো,
বলবে তুমি কেদোনা,
ফিরে এসেছি এই দেখো।
আর বলবে কেদোনা তুমি,
এবারই তো শেষ কান্না,
বসে আছি আমি তোমার জন্যে......
আসোনা, ফিরে আসোনা,
আসোনা, ফিরে আসোনা।                                                         
Click here


EmoticonEmoticon