এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি



এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?


বলবো না আকাশের চাঁদ এনে দেবো
বলবো না তুমি রাজকন্যা 
শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি
হোক যত ঝড়  বন্যা

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি
এক পাসেসাগর এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?




EmoticonEmoticon