PODMO PATAR JOL | পদ্ম পাতার জল








শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দেখা হবে বন্ধু

Am—————-F————-G———–Am
Kobita tumi shopnocharini hoye khobor niyo na
Am—————-F————-G———–Am
Kobita ei nishachor amai bhebona shukher mohona.
Dm—————–G———C————–G
Dekhbe amader bhalobasha hoye geche kokhon jeno
C–Em———Am
Poddo patar jol.
Am———————–Dm
Bedona shikto oshanto ei mon
———————-C
Khuje phire metai proyojon
Am——————–Dm
Jotodur jane e bekul hridoy
—————————–C
Neel bish’er peyalai mon’er badhon.
Am———————–Dm
Noyono gobhire aki na
———————-C
Nibirotar chowai hridoy protima
Am——————–Dm
Kothai harale bolo pabo tomai
—————————–C
Boshonte matal ami ek opurnota.


……………….
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (3)



EmoticonEmoticon